Home » উৎসবে আনন্দদান » উৎসবে আনন্দদান ২০১৮

উৎসবে আনন্দদান ২০১৮

utsave-anandadan18-01

রথের রশি তে টান পড়তেই, খড়ের কাঠামোয় মাটির প্রলেপ পড়তে শুরু করেছে।আকাশে যদিও শ্রাবণ মেঘের ঘনঘটা, কিন্তু বাঙালির মনে ইতিমধ্যেই আগমনীর আবেশ লাগতে শুরু করেছে।পুজোর কেনাকাটাও হয়তো শুরু করে দিয়েছেন আপনি।নিদেন পক্ষে মনে মনে পুজোর একটা পরিকল্পনা তো সেরেই ফেলেছেন। আপনার বাড়ির ছোট্ট সোনাটিও হয়তো তার আবদারের ফিরিস্তি বেশ কয়েকদফা শুনিয়ে ফেলেছে আপনাকে।এই নাহলে বাঙালীর দুর্গা পুজো!কিন্ত সব শিশু আমার আপনার বাড়ির ছোট্ট সোনাটির মতো তাদের আবদারের দাবি রাখতে পারেনা তাদের বাপ মায়ের কাছে।কিংবা মা বাবাও নুন আনতে পান্তা ফুরোনোর সংসারে কুলিয়ে উঠতে পারেন না। তাই দুর্গাপুজো আর সর্বজনীন থাকেনা।
কিন্তু এই ছবি টাকেই একটু পাল্টানোর লক্ষ্যে,বীরভূম লাল মাটির দেশ গত বছর “উৎসবে আনন্দদান” কর্মসূচির মাধ্যমে এমনই পাঁচ শতাধিক শিশুর হাতে নতুন জামা কাপড় তুলে দিতে পেরেছিলো।আর ছিলো পেটপুরে একটু ভালোমন্দ খাওয়া ,আর নাচে-গানে-আনন্দে-উল্লাসে ভরা একটা দিন।

এই বছরও আমরা পরিকল্পনা করেছি এমনই পাঁচ শতাধিক শিশুর মুখে হাসি ফোটানোর,তাদের রোজকার গতানুগতিক জীবনে একটা আনন্দ ঝলমল দিন উপহার দেওয়ার।
আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনিও অন্তত একটি শিশুর পুজোর নতুন জামার দায়িত্ব নিন।আসুন না, চেষ্টা করি এই দুর্গাপুজো কে বাস্তবিক অর্থেই সর্বজনীন করার।

Account Details :

Payee Name: Birbhum Lal Matir Desh
SBI Current A/C- 37114181326
IFSC- SBIN0008720
Kaijuli More Branch

অথবা  ফোন করুন  আমাদের নম্বরে  9083950005

এই  লিঙ্কে ক্লিক করে দেখুন  উৎসবে আনন্দদান ২০১৭ এর সম্পূর্ণ অনুষ্ঠান 

 facebook.com/birbhumlalmatirdesh

আমাদের সাথে যোগাযোগ করুন :

Call – 9083950005 / 9083950004 

whats App – 9083950005

email : birbhumlalmatirdesh@gmail.com

আমদের ফেসবুক লাইক করুন এবং মেসেজ করুন   – www.facebook.com/birbhumlalmatirdes

utsave-anandadan18-02

 

Comments