Home » কবিতা ও ছড়া » ভালো আছো তো

ভালো আছো তো

এক পশলা বৃষ্টির পর
এক ফালি মিষ্টি রোদ
হেঁসে বলল —ভালো আছো তো?
হৃদয়ের অন্তঃপুরে থাকা
আবেগে উচ্ছল্লিত ভালবাসা
ডুঁকরে কেঁদে ওঠে,,,,,
অন্ধকার থেকে আলোয় ফেরা।
দুচোখে ঝরে অবিরাম বারি
উষ্ণ চুম্বনে ভেজা ঠোঁট কেঁপে ওঠে
শিরা উপশিরায় উত্তেজনা
ছড়িয়ে পড়ে সারা দেহে ।
আমি ভালো আছি,
আমরা ভালো আছি ।
আমি তুমি
তুমি আমি।

নিজস্ব লেখা – মানস মুখোপাধ্যায় ।

Comments