Home » জেলার খবর » জেলায় চলমান বই প্রদর্শনী

জেলায় চলমান বই প্রদর্শনী

আহমেদপুর: বাতানুকূল সুসজ্জিত একটি বাস, বাসের ভিতর রয়েছে চারটি সারিতে বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় রকমারি বইয়ের প্রদর্শনী। প্রদর্শনীর সাথে সাথে কেনারও সুবিধা রয়েছে। একসাথে ২০ জনের প্রবেশ করে প্রদর্শন করার জায়গাও বর্তমান।
এমন একটি চলমান বুকস্টল অর্থাৎ বাসটি জেলার বিভিন্নপ্রান্তে ঘুরতে ঘুরতে এসে পৌঁছালো আহমেদপুরে। নতুন ধরনের এমন চলমান বইয়ের দোকান বা প্রদর্শনী মানুষের মধ্যে বিশেষ উৎসাহ নিয়ে এসেছে। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রয়াসে চলমান এমন বই এর প্রদর্শনী গত দুদিন আগে সিউড়িতে একটি অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়, এমনটাই বিভিন্ন সংবাদ মাধ্যম জানা যায়।
ছবি ও তথ্যঃ অম্লান ব্যানার্জি

Comments