Home » জেলার খবর » গ্রামীন সম্পদ কর্মী সমাবেশ

গ্রামীন সম্পদ কর্মী সমাবেশ

সমস্ত বীরভূমের VRP রা সমবেত ভাবে আজ মাননীয় জেলা শাসকের নিকট ৪ দফার একটি ডেপুটেশন জমা দেয়। এখন বর্তমানে তারা  বছরে ১৩ দিনের বেশি কাজ পায় না, তারা যেন মাসে ২২ দিন কাজ পায় এই লক্ষ্যে ডেপুটেশন জমা দিতে জেলার বিভিন্ন ব্লক থেকে কর্মীরা আসেন প্রশাসন ভবনের দিকে। তাদের দাবিগুলি ছিল – ১) কাজের নিশ্চয়তা, ২) মাসিক কর্মদিবস বৃদ্ধি, ৩) নিয়োগপত্র প্রদান ও ৪) অন্যান্য সরকারি প্রকল্পে নিরীক্ষা করার জন্য নিযুক্ত করা।
ডেপুটেশন দেওয়ার পর মাননীয় জেলাশাসক মহাশয় জানান সমস্ত কিছু রাজ্যকে জানাবেন এবং যাতে তারা মাসে ২২ দিন কাজ পান সেদিকে নজর রাখা হবে।
ছবি ও তথ্যঃ নীতিশ মাল
[uam_ad id=”3726″]

Comments