Home » কবিতা ও ছড়া » আবহাওয়া

আবহাওয়া

আবহাওয়া এখন হচ্ছে তপ্ত,
সকাল থেকেই লাগছে গরম
ধর্ম নিয়ে বেফাঁস মন্তব্য,
সে তো সাপের লেজে পা দেওয়া
ছোবল খাওয়ার ভয় চরম।

পথে যেতে যেতে কানে ভেসে আসে,
মন্দিরে সন্ধ্যা আরতির ঘন্টাধ্বনি
যে রাজমিস্ত্রি তৈরি করেছিল এই মন্দির
তাকে আমরা কয়জন চিনি?

ব্লাড ব্যাংকে গিয়ে খুঁজে খুঁজে দেখি,
আছে কী তাতে লেখা রক্তের ধর্ম
মানুষ চেনা যায় না ,ধর্মের বিচারে
একমাত্র পরিচয় তার কর্ম।

বিদ্বেষের আগুনে পুড়ে ছারখার ,
কত চেনা পরিচিত মুখ
ধর্মের নামে বড়াই না করে ,
পাই না এরা মানসিক সুখ।

মনের ভিতর অনন্ত বাসনা,
কবে সকলের ধর্ম মনুষ্যত্ব হবে
দিনে দুবেলা পেট ভরে ভাত খেয়ে ,
দেশ গড়ায় মন দেবে।

বিষ্ণু মন্ডল

Comments