Home » Wall of Help » রোঙ্গাইপুরে ওয়াল অফ হেল্পের বিতরণ শিবির

রোঙ্গাইপুরে ওয়াল অফ হেল্পের বিতরণ শিবির

শীতের ঝলমলে রোদকে সঙ্গে নিয়েই গ্রামবাসীদের ঝলমলে হাসি দেখার জন্যই বীরভূম লাল মাটির দেশ আবারও এগিয়ে এসেছে লক্ষ্য পূরণের উদ্দেশ্যে। আজ ১২ই জানুয়ারী ২০১৯ বিবেকানন্দের জন্মতিথিতে সাঁইথিয়া ব্লকের আলুন্দা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রোঙ্গাইপুর গ্রামে পৌঁছে গিয়েছিল বীরভূম লাল মাটির দেশ। সার্ভে অনুযায়ী গ্রামের ৪২টি পরিবারের ২০২ জন মানুষের হাতে তুলে দেওয়া হলো প্রয়োজনীয় পোশাক। শীত কেড়ে নেওয়ার মন্ত্র নিয়ে গ্রামের বৃদ্ধ-বৃদ্ধা এবং শিশুদের জন্য জোগান দেওয়া হয়েছিল কিছু গরম পোশাক। কচিকাঁচাদের মুখে হাসির ঝিলিক দেখতে নেওয়া হয়েছিল চকলেট এবং বিস্কুট। গ্রামের প্রত্যেক মানুষ উচ্ছস্বিত এবং আনন্দিত। শীতের জড়তা কাটাতে এইভাবে বীরভূম লাল মাটির দেশকে পাশে পেয়ে তারা ভুলেছে শীতের চোখ রাঙানিকে । শুধু শীত নয়,যে কোনো পরিস্থতিতেই পাশে থাকার কথা দিয়ে বীরভূম লাল মাটির দেশ আবারও অনেক নজির সৃষ্টির অপেক্ষায়।

 

Comments