Home » Wall of Help » গোবড়ায় “ওয়াল অফ হেল্প” এর বিতরণ শিবির

গোবড়ায় “ওয়াল অফ হেল্প” এর বিতরণ শিবির

শুধু শরৎ উৎসবে সামিল হয়ে ‘উৎসবে আনন্দদান’ ই নয়, ‘ছাত্রবন্ধু’, ‘গ্রীন বীরভূম’-র পাশাপাশি ‘ওয়াল অফ হেল্প’ আবারও প্রমান করে দিল ‘বীরভূম লাল মাটির দেশ’ শুধুমাত্র মুষ্টিমেয় কিছু মানুষের সমষ্টিই নয়, বীরভূম লাল মাটির দেশ একটা প্রয়াস,,,,প্রেরণার প্রয়াস।

আর এই প্রেরণার সাক্ষী থেকেছে সিউড়ি ২নং ব্লকের কেন্দুয়ার গোবড়া গ্রাম। এই অঘ্রানের শেষ দিনে(১৬ই ডিসেম্বর ২০১৮)  প্রত্যেক পরিবার যখন পিঠেপুলির প্ল্যান করতে ব্যস্ত তখনই বীরভূম লাল মাটির দেশের মানুষ গুলো ঘুমকে দূরে সরিয়ে,ব্যস্ততাকে পাশ কাটিয়ে পৌঁছে গিয়েছিল গোবড়া গ্রামের ৭৫ টি পরিবারের ৩৫৪ জন মানুষের কাছে। আর শুধু পৌঁছে যাওয়াই নয়,সাক্ষী থেকেছে সকাল থেকে সারাটা দিনের প্রতিবিম্ব হয়ে। প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যের হাতে তুলে দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমান জামাকাপড় থেকে বাচ্চাদের খেলনা,টেডি। বাদ পড়েনি খেলার সরঞ্জাম ফুটবলও।

গ্রামবাসীদের উৎসাহ মাখা মুখগুলো এগিয়ে এসেছে মেডিক্যাল ক্যাম্পের ডাক্তার দের কাছে। সবশেষে খাওয়াদাওয়ার মূহুর্তও বন্দি হয়েছে মন ক্যামেরায়। গ্রামবাসীরা সাক্ষী থেকেছে প্রত্যেক মুহুর্তের, উপভোগ করছে এই পাশে দাঁড়ানোর সবটুকু।হাসি মুখে বিদায় দিয়েছে আমাদের। আসুন না,বন্ধুর পথ বন্ধু-র হাত ধরে প্রবাদ টি সার্থক করি আমরা।আবারও বলছি খিড়কি থেকে শুধুমাত্র সিংহদুয়ারের মধ্যে আবদ্ধ না থেকে একটু বেরিয়ে আসুন না এই লাল মাটির রাঙা রাস্তায়। আমরা বছরশেষের এই কটা দিনেও একটু শান্তি ভাগ করে নিই একে অপরের সাথে,সেইসব মানুষগুলির সাথে যাদের আকাশটাই ছাদ আর মাটি টা পৃথিবী। এই শীতের জড়তা কাটিয়ে তাঁরাও আনন্দে থাকুক,ভালোবাসায় থাকুক,ভালোলাগায় থাকুক,ভালোথাকায় থাকুক।

 

Comments