Home » কবিতা ও ছড়া » ***বিধবা***

***বিধবা***

আজও আমার  খুব মনে পড়ে,

যেদিন লাল বেনারসি পরে ছাতনা তলায়,

আকন্দের মালা নিয়ে গলায় ,

পানে ঢাকা আমার নয়ন দুটি ছিল,

আনন্দের অশ্রু জলে।

 

তুমি তখন ছিলে পাশে,

বিবাহ সুখের উল্লাসে,

আনন্দের হাসি  ছিল ঠোটে

সবাই বলেছিল বেশ মানাচ্ছে বটে।

 

তারপরই মালাবদল

নারী জীবন হলো সফল,

তোমার হাতের ওই থান সিঁদুর,

রাঙিয়ে দিল আমার সিঁথি,

হলো আইবুড়ো জীবনের ইতি।

 

সকালে ছাড়লাম বাপের বাড়ি,

চেপে তোমার সাজানো গাড়ি,

উদ্দেশ্যে ছিল শশুর বাড়ি,

মনে ছিল অজানা শঙ্কা ভারী।

 

উলুধ্বনি দিয়ে বরণ, সঙ্গে ছিল ঢোলের বাদন,

শঙ্খধ্বনি,মিষ্টিমুখ ,হৃদয়জুড়ে ছিল সুখ।

 

ফুলশয্যার সেই বিশেষ রাতে,

আনন্দ ,ফূর্তি বন্ধুদের সাথে,

অধীর অপেক্ষায় ছিলাম আমি,

গলায়  ছিল  গয়না দামি।

 

তোমার চোখে  প্রেমের নেশা

মাতিয়েছিল  ভালোবাসা,

গোলাপের পাপড়িতে  বাসরঘর,

সুবাস ছড়িয়েছিল সম্ভোগের আতর।

 

আজকে আমি বড় একা,

সাজানো সংসার  হয়েছে ফাঁকা।

তোমার দেওয়া পুজোর শাড়ি,

ভাব নেই আজ করেছে আড়ি।

 

সবাই বলে আমি বিধবা,

এটাই  আমার পরিচয়,

বিধবার জীবন করেছে গ্রাস

শুধুই ভয়, শুধুই ভয়।

 

কাবু মণ্ডল

23/6/2016

 

“আন্তর্জাতিক বিধবা দিবসে” সবার কাছেই অনুরোধ জানাই বিধবাদের

যথাযোগ্য সম্মান দিয়ে  সহনাগরিক

হিসাবে বাঁচতে সাহায্য করি….

Comments