Home » কবিতা ও ছড়া » শীতের শুরু

শীতের শুরু

লাগছে না মৃদু মন্দ শীত?
ভোর রাতে বন্ধ হচ্ছে পাখা,

winter

সকালের বাতাসে ঠান্ডা ঠান্ডা ভাব,
শীত হাজির হচ্ছে গায়ে মাখা।

একটা চাদর গায়ে নিয়ে ,ঘুমাতে লাগছে বেশ,
মশা, মাছির উৎপাত কমছে অবশেষ।

সকালে ভালোই লাগছে পরতে, জামা ফুল হাতা,
মর্মর ধ্বনি শোনাচ্ছে ,গাছের ঝরা পাতা।

চামড়ায় অনুভূত হচ্ছে রুক্ষ, টান টান দশা,
ত্বক বাঁচাতে আবার ভেসলিন বা বোরোলিনই ভরসা।

সবুজ স্নান করছে,বিন্দু বিন্দু শিশির কণায়
সকালের রোদ নিতে এবার তো মন চাই।

দিনের শুরুতে এবার কাজে লাগার আগে,
চাই গরম চা’র উদ্দীপনা,
গরম সিঙ্গাড়া, চপ ,কফি আনছে শরীরে উত্তেজনা।
বিছানাটা হচ্ছে সবার চেয়ে আপন,
প্রেমিকা পাশ বালিস
সকালে তাড়াতাড়ি উঠতে করছে না মন।
আর একটু আদর আমায় দিস।

বিকালটা যেন ছুটছে তাড়াতাড়ি,
পাঁচটা বাজলেই সূর্যি মামা দিচ্ছে পাড়ি,

লেপ ,কাঁথা তৈরি হচ্ছে রাস্তার পাশে,
জমা তুলো কাটার শব্দ কানে ভাসে,

এই তো শুরু শীতের যাত্রাপথ,
এগিয়ে চলুক তোমার বিজয় রথ।

নিজস্ব লেখা – কাবু মন্ডল

ছবি – সুমন্ত ব্যানার্জী

Comments