Home » অন্যান্য » বিনা হেলমেটে বাইক চালালে পুলিশকর্মীদেরও জরিমানা দিতে হবে

বিনা হেলমেটে বাইক চালালে পুলিশকর্মীদেরও জরিমানা দিতে হবে

এক দিকে যখন রাজ্য জুড়ে ” সেফ ড্রাইভ সেভ লাইফ” এর প্রচার চলছে এবং প্রশাসনও জনগণের মধ্যে সচেতনতার প্রচারে তৎপর , তখন এক শ্রেণীর পুলিশ কর্মী নিজেরাই বিনা হেলমেটে বাইক সফরে ব্যস্ত। কিন্তু আইন রক্ষকই আইন ভাঙ্গলে সেটা খুব একটা উজ্জ্বল দৃষ্টান্ত নয়। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার শ্রী মুকেশের নেতৃত্বে মুর্শিদাবাদ জেলা পুলিশ এবার এই ধরণের প্রবণতায় রাশ টানতে চাইছেন। শ্রী মুকেশ সুস্পষ্ট ভাবে জানিয়েছেন যে ,পুলিশ কর্মীরা আইন ভাঙ্গলে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বীরভূম লাল মাটির দেশের পক্ষ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তার সাথে এও আশা রাখি যে অচিরেই বীরভূম জেলাতেও এই ধরণের উদ্যোগ গৃহীত হবে।

Comments