Home » কবিতা ও ছড়া » কেন করিস আত্মহত্যা?

কেন করিস আত্মহত্যা?

আজ “আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবসে” সকলকেই অনুরোধ করি জীবনের প্রকৃত মূল্য বুঝি ও বুঝতে সাহায্য করি।

“নিজেকে শেষ করে কোনো সমস্যার সমাধান হয় না, বরং নতুন সমস্যার সৃষ্টি হয়।”

নিজস্ব লেখা – কাবু মণ্ডল

suicide prevention day

কী নাই তোর? কেন শুধু করিস আত্মহত্যা?
অল্পতেই ভেঙে পড়লে, কোথায় তোর সহ্যের ক্ষমতা।

প্রেমে প্রত্যাখ্যাত, পরীক্ষায় ফেল, তাতেই ভেঙে পড়িস,
বাবা মায়ের তিল তিল করে বড়ো করার ,এই প্রতিদান দিস।

মনের মতো জিনিস না পেয়ে ,কেন করবি অভিমান?
জীবন জুড়েই থাকবে রে তোর, পতন উত্থান।

ছিড়ে খেয়েছে তোর সাধের শরীর, তাই তোর হয় লোকলজ্জা,
আত্মহত্যা কী দিতে পারবে ,ওই ধর্ষকদের উপযুক্ত সাজা?

জীবনের যে কী মূল্য তোর ,কত টুকুই তুই জানিস,
ঘরে অশান্তি, ঋণের বোঝা, তাই বলে কী খেতে হবে বিষ?

ব্যর্থতা নাই কার জীবনে?একবার আমায় বল,
ঘাত প্রতিঘাতের মধ্যে আমাদের থাকতে হবে অবিচল।

এই পৃথিবীতে সবারই আছে, নিজের নিজের কাজ,
হোক না তুচ্ছ, তাও করবো খুশিতে, কীসের তাতে লাজ?

সত্যিই যদি মানুষ হবি, চেষ্টা করবি বারবার,
ভাববি না আত্মহত্যার পথ, সবসময় পাশে থাকবে বন্ধু, বান্ধব, আর পরিবার।

Comments