Home » অন্যান্য » ওয়ার্ল্ড ওয়াটার ডে তে জলের অপচয়ের ছবি

ওয়ার্ল্ড ওয়াটার ডে তে জলের অপচয়ের ছবি

সিউড়ির বেশ কিছু ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখা গেল এই দৃশ্য। ঘণ্টার পর ঘন্টা জল এভাবে অপচয় হয়েই যাচ্ছে। এস পি মোড়, টিন বাজার, বেণীমাধব মোড়, চৈতালী মোড়, ভট্টাচার্য পাড়া সহ প্রায় সর্বত্রই একই অবস্থা। কলের ট্যাপের কোনো ব্যবস্থা নেই। কিছু কিছু জায়গায় আবার প্রয়োজনের তুলনায় বেশি কল, ফলে সেই কলগুলির যথোপযুক্ত ব্যবহার নেই বললেই চলে। স্থানীয় বাসিন্দাদের মতে, দেখে আমাদেরও খারাপ লাগে কিন্তু দাড়িয়ে দেখা ছাড়া আমাদের কিছু করার নেই। প্রশাসনিক ভবনের বাইরে মেন রাস্তার ধারেও টাইম কল থেকে জল অবিরাম ড্রেনের মধ্যেই পড়ে যাচ্ছে। তাই আজ বিশ্ব জল দিবসে আমাদের দাবি, এভাবে জলের অপচয় বন্ধ করে দ্রুত এই ব্যপারে প্রশাসনের দৃষ্টি দেওয়া দরকার।
ছবি ও তথ্যঃ গৌড় চক্রবর্তী

Comments