Home » উৎসবে আনন্দদান » ছাত্রবন্ধু ২০২২

ছাত্রবন্ধু ২০২২

ছাত্রবন্ধু ২০২২ -সফল ভাবে রূপায়িত হলো উৎসবে আনন্দদান ২০২২ অনুষ্ঠানের মঞ্চেই , ২৭ সেপ্টেম্বর ২০২২, ডি. আর.ডি. সি হল, সিউড়ি তে । যে কর্মসূচির মাধ্যমে জেলার মেধাবী ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্রীদের পাশে থাকলাম আমরা ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন –
শ্রীমতী ইন্দ্রানী রায়, জেলা শাসক সহধর্মিণী, বীরভূম
শ্রী বিধান রায়, জেলা শাসক ও জেলা সমাহর্তা, বীরভূম
শ্রী কৌশিক সিনহা, অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ), বীরভূম
শ্রী অনিন্দ্য সরকার, মহকুমা শাসক, সিউড়ী সদর , বীরভূম
শ্রী সমরজিৎ চক্রবর্তী, প্রকল্প আধিকারিক তথা জেলা উন্নয়ন আধিকারিক, অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগ , বীরভূম
ডাঃ সুকুমার চন্দ্র (তারাশঙ্কর-সাহিত্যের জীবন্ত চরিত্র বিশু ডাক্তার) লাভপুর, বীরভূম
ডাঃ অনমিত্র বারিক, বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক , সিউড়ি সুপার স্পেসালিটি হাসপাতাল
শ্রী পুষ্পিত মুখোপাধ্যায়, যশস্বী খ্যাতিমান কবি-ছড়াকার,প্রাবন্ধিক এবং গল্পকার
শ্রী নারায়ন প্রসাদ ভট্টাচার্য, অধ্যাপক সিউড়ি বিদ্যাসাগর কলেজ
শ্রী বিপ্লব বিশ্বাস, জেলা সমাজ কল্যাণ আধিকারিক, বীরভূম
শ্রী দেবব্রত ঘোষ, অবর বিদ্যালয় পরিদর্শক রামপুরহাট
শ্রী নিরুপম সিনহা , জেলা শিশু সুরক্ষা আধিকারিক, বীরভূম
সহ অনান্য় আধিকারিক,অধ্যাপক, শিক্ষক, শিল্পী ও সাহিত্যিকবৃন্দ

ছাত্রবন্ধু ২০২২ আমরা যে সব ছাত্র ছাত্রীদের পাশে থাকলাম আমরা –

দোলন সেন, বাবুইজোড়, খয়রাশোল, বীরভূম
সোনিয়া দাস,শালবুনি, কড়িধ্যা, সিউড়ি-১, বীরভূম
ভৈরব বাগদী, মাঝিগ্রাম, সিউড়ি-২, বীরভূম
দেবলীনা সেন, মহদরী, লাভপুর, বীরভূম
দেবাশীষ দাস, কালীপুর, কড়িধ্যা, বীরভূম
প্রকাশ মন্ডল, ধোবাজল, সাইথিয়া ব্লক, বীরভূম
আসমা খাতুন, কাসপাই, সিউড়ি, বীরভূম
সুপ্রিয় ঘোষ, কালিকাপুর, বোলপুর, বীরভূম
বাচ্চু  ঘোষ, কালিকাপুর, বোলপুর, বীরভূম

    

Comments