বোলপুরের গীতাঞ্জলি কালচারাল কমপ্লেকসে এখন চলছে হস্তশিল্প মেলা ‘নবান্ন’। চলবে আগামী ৫ই মার্চ পর্যন্ত। শনিবার এই মেলার উদ্বোধন হয়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ সম্রাট মুখোপাধ্যায়, শান্তিনিকেতন লেদার ক্লাস্টারের সম্পাদক দেবব্রত সেনগুপ্ত, বিশ্বভারতী শিল্পসদনের অধ্যাপক রাজকুমার কোনার, বাস্তুকার ও পরিবেশবিদ অরুণেন্দু বন্দোপাধ্যায় এবং চিত্রপরিচালক অশোক বিশ্বনাথন।
নবান্ন মেলার গুরুত্ব হলো, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি অসম, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গানার হস্তশিল্পীরা অংশগ্রহন করেন। মেলায় রয়েছে প্রায় ২৫০টি স্টল। প্রতি দিন দুপুর ১২টা থেকে সন্ধে ৮টা পর্যন্ত।
আয়োজকদের মতে, গত বছর এই মেলায় ২০০ জন শিল্পীদের দোকানে প্রায় ৭০ লক্ষ টাকার ব্যবসা হয়েছিল। এ বছর তাই শিল্পীদের মধ্যে মেলায় স্টল নেওয়ার জন্য আগ্রহ বেড়েছে। হস্তশিল্পকে বাঁচিয়ে রাখাই এই মেলার মূল লক্ষ্য। নবান্ন মেলায় গ্রাম থেকে শহরের সমস্ত শিল্পীরা নিজেদের জিনিস প্রদর্শনের সুযোগ পান। সারা বছর শিল্পীদের নিয়ে কর্মশালা করা হয়। রাজ্য ও কেন্দ্র সরকারের তরফ এই মেলার জন্য সাহায্য মিলে।
বসন্ত উৎসবের আগে হওয়া এই মেলা এবং বসন্ত উৎসব চলাকালীন মেলা চলার দরুন প্রচুর মানুষের সমাগমে জিনিসের চাহিদাও থাকে প্রচুর পরিমানে।
রবিবার এই মেলা উপলক্ষে ছিল বাচ্চাদের একটি অঙ্কন প্রতিযোগিতা। এছাড়াও একটি সেবাকেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
ছবি : প্রিয়াঙ্কা মন্ডল