Home » আমাদের প্রাপ্তি » বীরভূম লাল মাটির দেশ সম্মাননা ২০২৩

বীরভূম লাল মাটির দেশ সম্মাননা ২০২৩

বীরভূম লাল মাটির দেশ সম্মাননা ২০২৩
“উৎসবে আনন্দদান ২০২৩ ”- ১৬ ই অক্টোবর ২০২৩, সকাল ১১ টায় সিউড়ী রবীন্দ্রসদন
“বীরভূম লালা মাটির দেশ সম্মাননা” প্রদান করার মাধ্যমে আমরা কৃতজ্ঞ থাকলাম চন্দ্রযান – ৩ প্রেরণে অংশগ্রহণকারী বীরভূম জেলার ৪ জন বিশিষ্ট বৈজ্ঞানিকদের প্রতি সম্মাননা জ্ঞাপনের মাধ্যমে উৎসবে আনন্দদান ২০২৩ অনুষ্ঠানের মঞ্চেই , ১৬ ই অক্টোবর ২০২৩, সকাল ১১ টায় সিউড়ী রবীন্দ্রসদন
বীরভূম লাল মাটির দেশ সম্মাননা ২০২৩ –
মহঃ মোশারফ হোসেন
বিলাসপুর,মুরারই, পাইকর , বীরভূম
চন্দ্রযান- ৩ অভিযানে অন্যতম প্রোজেক্ট ডিরেক্টর। চাঁদের রহস্যভেদে বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য (ডেটা) সংগ্রহকারী দলের নেতৃত্ব দিচ্ছেন।
শ্রী দেবজ্যোতি ধর
ডাঙালপাড়া, সিউড়ি, বীরভূম
(আমেদাবাদে ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডেপুটি ডিরেক্টর। চন্দ্রযান-৩ অভিযানে তিনি ‘বিক্রম’-এর নিখুঁত অবতরণের ব্যবস্থা (ল্যান্ডিং গাইডেন্স সিস্টেম) ও রোভারের পথ পরিক্রমার পরিকল্পনা ও সমন্বয়ের দায়িত্বে থাকা ৩ সদস্যের উচ্চ পর্যায়ের দলের গুরুত্বপূর্ণ সদস্য।)
শ্রী সৌম্যজিৎ চ্যাটার্জি
রাইপুর, ভান্ডিরবোন, সিউড়ি, বীরভূম
‘অপারেশনাল ডিরেক্টর (সফটঅয়্যার মিশন)’।
শ্রী বিজয় কুমার দাই
দক্ষিণগ্রাম, মল্লারপুর, বীরভূম
চন্দ্রযান- ৩ অভিযানে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
  
      
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন –
শ্রীমতী ইন্দ্রানী রায়, জেলা শাসক সহধর্মিণী, বীরভূম
ফায়েজুল হক (কাজল শেখ), মাননীয় সভাধিপতি, বীরভূম জেলা পরিষদ
শ্রী বিধান রায়, জেলা শাসক ও জেলা সমাহর্তা, বীরভূম
শ্রী অনিন্দ্য সরকার, মহকুমা শাসক, সিউড়ী সদর , বীরভূম
মহঃ মোশারফ হোসেন, প্রোজেক্ট ডিরেক্টর, চন্দ্রযান- ৩
শ্রী সৌম্যজিৎ চ্যাটার্জি, অপারেশনাল ডিরেক্টর (সফটঅয়্যার মিশন)চন্দ্রযান- ৩ এর আত্মজন
শ্রী বিজয় কুমার দাই, বিজ্ঞানী, চন্দ্রযান- ৩ এর আত্মজন
শ্রী পার্থ দাসগুপ্ত , জেলা সমাজ কল্যাণ আধিকারিক, বীরভূম
শ্রী নিরুপম সিনহা , জেলা শিশু সুরক্ষা আধিকারিক, বীরভূম
সহ অনান্য় আধিকারিক, শিল্পী ও সাহিত্যিকবৃন্দ
এবং শুভেচ্ছা জানিয়েছেন –
ফায়েজুল হক (কাজল শেখ), মাননীয় সভাধিপতি, বীরভূম জেলা পরিষদ
শ্রী বিধান রায়, জেলা শাসক ও জেলা সমাহর্তা, বীরভূম
শ্রী রাজ নারায়ণ মুখার্জী , আই.পি.এস, জেলা আরক্ষাধ্যক্ষ, বীরভূম
শ্রীমতি নিতু শুক্লা,আই.এ.এস , অতিরিক্ত জেলা শাসক (সাধারণ), বীরভূম
শ্রী বিশ্বজিৎ মোদক , অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন), বীরভূম
শ্রী কৌশিক সিনহা , অতিরিক্ত জেলা শাসক ( জেলা পরিষদ), বীরভূম
শ্রী অনিন্দ্য সরকার, মহকুমা শাসক, সিউড়ী সদর মহকুমা, বীরভূম

Comments