আপনার বিয়ে কবে হবে বলুন তো ?
আপনার সঙ্গে চলচিত্রের কোন মহান চরিত্রের মিল আছে ?
এবার পরীক্ষার রেজাল্টে কি লেখা আছে আপনার কপালে?
আপনার জীবনের সঙ্গে মিল পাবেন কোন সিনেমার গল্পের?
বা আপনার বদনে লেখা আছে কোন চাকুরির?
ইত্যাদি জানতে চান ? এরকমই নানা অজানা প্রশ্নের উত্তর নাকি বলে দিবে ফেসবুকে ছড়িয়ে থাকা অজস্র থার্ডপার্টি এপপ্স।
আজ্ঞে হ্যাঁ সোশ্যাল জায়েন্ট ফেসবুকে এরকম বেশ জনপ্রিয় থার্ডপার্টি এপ্সগুলি। যারা নাকি অতি সহজেই চোখের নিমেষে বলে দিবে আপনার অজানা ভবিষ্যৎ। আর মনের মত কিছু মজার উত্তর খুঁজতে আপনিও সাতপাঁচ না ভেবেই দুমদাম ক্লিক করে দিচ্ছেন ওইসব লিংকগুলিতে। সৌভাগ্যবশত ওই এপগুলো যদি একবার বলে দিচ্ছে আপনার সাথে মহান তারকার মিল আছে, তাহলে আপনি সেগুলোকে শেয়ার করেছেন নিজের ওয়ালে আর হাসি ঠাট্টায় ভরে উঠছে আপনার ফেসবুক ওয়াল। কিন্তু আপনি ঘোনাক্ষরেও টের পাচ্ছেন না, আপনার অজান্তেই আপনি পা দিয়ে ফেলেছেন হ্যাকারদের ফাঁদে। নিজেই ডেকে আনছে নিজের বিপদ। সাইবার বিশেষজ্ঞদের একাংশের দাবি এই ধরনের থার্ডপার্টি এপগুলি হলো একধরনের অ্যালগোরিদিমিক ডেটা কালেকশন সফটওয়্যার, যেগুলি অতি সহজেই আপনার কম্পিউটার বা মোবাইল থেকে চুরি করে নিতে পারে আপনার বিভিন্ন তথ্য জন্ম তারিখ, কনট্যাক্ট এমনকি একান্ত গোপনীয় আপনার পাসওয়ার্ডটিও। হ্যাক হয়ে যেতে পারে আপনার ফেসবুক প্রোফাইল, ইমেল আইডি, কম্পিউটার, স্মার্টফোন এমনকি আপনার আপনার ব্যাঙ্ক একাউন্ট। দেশ যত এগিয়ে যাচ্ছে ততটাই বাড়ছে সাইবার ক্রাইমের মত অপরাধও। আর এজন্য আমরাও দায়ী অনেকাংশে।
তাই ক্ষনিকের আনন্দের জন্য ডেকে আনবেন না অজানা বিপদ। চলুন বিপদ ঘটার আগেই সচেতন হই আমরা।
-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]