Home » কবিতা ও ছড়া » ***এখন ডাক্তার***

***এখন ডাক্তার***

বড়ো হয়ে  হবো ডাক্তার,

এই  ছিল  স্বপ্ন বেশিরভাগই সবার।

 

তখন শুধুই জানতাম এতো,

ডাক্তারদের কষ্ট কতো।

 

তোমরা করতে নিজেদের সুখ বিসর্জন,

রোগীদের সেবা করে ,করতে পুণ্য অর্জন।

 

জনগনের কাছে তোমরা ছিলে ভগবান,

তোমাদের থেকে কারও ছিল না বেশী সম্মান।

 

তবে আজ আর ডাক্তারি নয় সেবা,

তফাৎ বোঝায় মুশকিল, ডাক্তার আর ডাকাত কে’বা।

 

সাদা পোশাকে দেখি ,কতো গরীবের রক্ত,

তোমাদের পাল্লায় পড়ে, কতো পরিবার আজ অভুক্ত।

 

রোগী আজ নয় সেবাপ্রার্থী, আজ তারা খদ্দের,

লুটে নাও, কেড়ে নাও, তাদের যে আছে ঢের।

 

জেনেরিক ওষুধ,  করো না তোমরা  প্রেসক্রিপসন

দামী, দামী ওষুধ লিখতেই তোমরা

অভ্যস্থ সারাক্ষন।

 

ওষুধ কোম্পানির টাকায় বছরে একবার বিদেশ ভ্রমণ,

গ্রামে গঞ্জে যেতে লাগে না তোমাদের মন।

 

সরকারী হাসপাতাল সে তো দিনে একঘন্টা,

প্রাইভেট প্র্যাক্টিসে কেটে যায় সারা দিনটা।

 

আপদে, বিপদে  আর তোমাদের ডাকা যায় না,

আমরাও তো মানুষ, আমাদের কী পরিবার হয় না?

 

রোগ নির্ণয়ে আজ নেই তোমাদের ভূমিকা,

নিয়ম করে রেডি পাঁচ, ছয় টেস্টের তালিকা।

 

রোগী  প্রতি সময় মিনিট তিন কি চার,

ভিজিট একটা বা দুটো গান্ধী নোট,

এটা কী এমন বেশী আর?

 

মানুষ আজ তাই ডাক্তার দেখায় কম

ডাক্তার আজ রোগ সারায় না,

তারাই আজ সাক্ষাৎ যম।

 

 

কাবু মণ্ডল

1/7/2016

 

 

আজ “ডাক্তার দিবসে ” প্রকৃত ডাক্তারদের সম্মান জানাই

Comments