Home » কবিতা ও ছড়া » হেপাটাইটিস কথা

হেপাটাইটিস কথা

“বিশ্ব হেপাটাইটিস দিবসে” সবাইকে সচেতন হতে অনুরোধ করি।
—-কাবু মণ্ডল।

হেপাটাইটিস যকৃতের প্রদাহ,
এ,বি, সি, ডি এবং ই ভাইরাসে ,ছড়ায়
সারা দেহ।

খান বাইরের খাবার, ফাস্টফুড, অত্যাধিক তেল, মশলা
হতে পারে জন্ডিস, সারানো বহু জ্বালা।

জল পান করুন অবশ্যই পরিশ্রুত,
“হেপাটাইটিস এ ” ভাইরাসকে করুন প্রতিহত।

পেটে ব্যথা, জ্বর, বমি বমি ভাব, সারা শরীর ও প্রসাব হলদে,
“হেপাটাইটিস এ বা ই ” ভাইরাস ছড়িয়েছে,
তবে আপনার শরীরে নিঃশব্দে।

খাবার খান, সাবান দিয়ে হাত ধুয়ে নেবার পর
এই সাধারণ উপায়ে জন্ডিসের ভাইরাস দেবে না আপনার উপর কুনজর।

রক্তদান,বা গ্রহণ, শরীরে সিরিঞ্জের অত্যাধিক প্রয়োগ, বা অরক্ষিত যৌন মিলন
“হেপাটাইটিস বি বা ডি” ভাইরাস ছড়াতে পারে ,অব্যশই হোন সচেতন।

যখন তখন সারা শরীরে চুলকানি,
বড় বিরক্তি, হয়রান
হতে পারে “হেপাটাইটিস সি” ,এখুনি
রক্ত পরীক্ষা করান।

ক্লান্তি, খাবারে অরুচি, পেশী সংযোগ স্থলে ব্যথা বা হঠাৎ ওজন হ্রাস,
“হেপাটাইটিস সি” ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষন বা পূর্বাভাস।

ট্যাটু করে বাড়াতে চান নিজের স্টাইল,
“হেপাটাইটিস সি” ভাইরাস আপনার অবস্থা করবে কাহিল।

মদ পান করলে অত্যাধিক,
হেপাটাইটিস হতে পারে,
জেনে নিন সঠিক।

মেনে চলুন স্বাস্থ্যবিধান ,করুন সঠিক জীবন যাপন
হেপাটাইটিসকে তাড়াবে বিশ্ব থেকে ,
করি সবাই পণ।
28/07/2016

Comments