Home » কবিতা ও ছড়া » বার্ধক্য জীবন

বার্ধক্য জীবন

“আন্তর্জাতিক বার্ধক্য দিবসে” সকলকেই অনুরোধ করি, নিজের বয়স্ক বাবা, মা,দাদু, দিদা ও অন্যান্য আত্মীয় স্বজনদের সঙ্গে প্রত্যহ কিছু সময় কাটান বন্ধুর মতো তাদের আপন করে নিয়ে…

নিজস্ব লেখা – কাবু মণ্ডল

আমারও ছিল রক্তের তেজ,
কর্মে ব্যস্ত জীবন
আজকে আমি বুড়ো হয়েছি ,
বসে কাটে সারাক্ষন।

সকালে থাকে না কোনও কিছু কাজ,
তবুও উঠি ভোরবেলা,
আমার চায়ের আবদারে ,
গিন্নির লাগে জ্বালা।

খোলা মাঠে দিই তিন, চার পাক,
সাতটার সাইরেনে বাড়ি ফিরি,
বসার ঘরে অধীর আগ্রহে,
খবরের কাগজের অপেক্ষা করি।

টিভির রিমোটে পাই না অধিকার,
বৌমার দখল তাতে,
একই খবর বার বার পড়ো,
কাজ নেই কোন হাতে।

ছেলের এখন সময় থাকে না,
দু দন্ড পাশে বসার,
সময় মানে টাকা কামানো,
বুদ্ধি হয়েছে খুব তার।

সুখী আমার ছোট সংসার,
বৌমা, গিন্নি, আর নাতি নিয়ে পরিবার,
এতো সবকিছু পেয়েও,
মনে শুধু হাহাকার।

বৃহস্পতি,রোববার যদিও যাই,
হাটের থলি নিয়ে
হাটের থলি ভর্তি হয় না,
পেনশনের টাকা দিয়ে।

সপ্তাহে একবার ওষুধের দোকানে,
ঘুরে আসি রিকশায় চেপে
ভালো কিছু খেলেই গ্যাস, অম্বল,
তাই খায় খুব মেপে।

নাতির এখন কচি বয়স,
ইচ্ছে তবুও নেই গল্প শোনার,
মা বাবার একমাত্র সন্তান,
ভিডিও গেমসে সময় কাটে তার।

এইভাবেই কাটে বুড়োদের জীবন,
একঘেঁয়ে, বিরক্তিকর,
বয়স্কদের কেউ নিজের মনে করে না,
কারাগারে পরিণত হয় নিজের ঘর।

Comments