Home » কবিতা ও ছড়া » অন্য সরস্বতী

অন্য সরস্বতী

সকালে উঠে সবাই যখন,
মাতবে তোমায় নিয়ে “মা”
কানে তখন বাজবে আমার,
যা নিয়ে আয় এক কাপ চা।

দেখব আমি,
পাড়ার ছেলেরা করছে পূজার আয়োজন
মনে যদিও তুমি মা’গো,
পেট মানে না কোনও পার্বন।

ঘর মুছে, বাসন ধুয়ে কাটে
সকাল, বিকালবেলা
সন্ধ্যা হলে সেজেগুজে
শরীর বিক্রির খেলা।

ছাই সরিয়ে ,কয়লা কুড়িয়ে
কাটছে কতো ভোর
নারী হয়েও জীবনভর,
সম্মান কতো তোর।

আমার নামও সরস্বতী,
বাপের দেওয়া নাম
কাগুজে শিক্ষা দিতে পারে নি বাপে,
তাই এই কি পরিনাম?

তোমার মা’গো অনেক পুজো,
অলিতে ,গলিতে, পাড়ায়, ক্লাবে
আমার হতাশা ,আমার বেদনা
শুনতে তুমি কী পাবে?

এতো আয়োজন,এতো পুষ্পাঞ্জলি নিবেদন
বিদ্যা পাওয়ার তরে,
ঘরে ঘরে আমার মতো সরস্বতীরা,
আজও অশিক্ষার অন্ধকারে।

বাঁচার মতো বিদ্যা দিও “মা”
করো না অহংকারী
গায়ে গতরে খেটেও “মা” গো
জীবন চালাতে পারি।

আমার মতো সরস্বতীরা ,
পাবে কী তোমার আশীর্বাদ?
বই ,খাতা যারা পাইনি ছুঁয়ে দেখতে,
পেয়েছে শুধু কঠোর বাস্তবের স্বাদ।

কাবু মন্ডল

সকলকেই জানাই ‘সরস্বতী পূজা”র প্রীতি ও শুভেচ্ছা।

Comments