Home » ভিডিও » সাঁওডালি

সাঁওডালি

“সাঁওডালি” মূলত কোঁড়া উপজাতির মানুষদের একটি অতিপ্রাচীন ধর্মীয় প্রথা।
সাধারণত কুমারী মেয়েরাই এতে অংশ নিয়ে থাকে। একটি ঝুড়ির মধ্যে ছোট ছোট চারা গাছ রেখে, তাতে মাটি, হলুদ ইত্যাদি মাঙ্গলিক উপাচারের পর সেই ঝুড়িটিকে ঘিরে ঘুরে ঘুরে গান করে মেয়েরা। এই ভাবে সাত দিন ধরে সমবেত প্রার্থনার পর সেই চারা গাছ গুলিকে স্হায়ী ভাবে রোপন করা হয় ও উজ্জাপন করা হয়ে থাকে। এই প্রথার উৎস বা উদ্দেশ্য সম্পর্কে বিশদে জানা না গেলেও মনে করা হয় সাঁওডালি ,সৃষ্টি বা সৃজনের উৎসব।

আরও ভিডিও দেখুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং জেলার অন্যান্য ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন

 

আমাদের ইউটিউব চ্যানেল ?   www.youtube.com/c/BirbhumTheLandofRedSoil

ভিডিও অপূর্ব দাস ও অজন্তা ঘোষ
[uam_ad id=”3726″]

Comments