“সিঙ্গুর” মাটি ফিরে পাওয়ার রক্তক্ষয়ী আন্দোলন ,
“সিঙ্গুর” বিদ্রোহী মমতার একটানা অনশন।
“সিঙ্গুর” রাজনৈতিক পট পরিবর্তনের ভূমি,
“সিঙ্গুর” ,চাষী, ভাগচাষী,বর্গাদারের দো ফসলি কৃষিজমি।
“সিঙ্গুর” ভুলে ভরা জমি অধিগ্রহন,
“সিঙ্গুর” সরকার বুঝতে ব্যর্থ সাধারণের মন।
“সিঙ্গুর” শিল্পতালুক হওয়ার ছিল যথেষ্ট সম্ভাবনা,
“সিঙ্গুর” সরকারি হঠকারিতার ফলে সব স্বপ্নই অচেনা।
“সিঙ্গুর” চৌত্রিশ বছরের ক্ষমতার দম্ভের পূর্ণ কলসি,
“সিঙ্গুর” শিল্প হারিয়ে সকলেরই লোকসান কম, বেশি।
“সিঙ্গুর”চাষীদের হাসিতে ভরা, তবুও বাস্তব কঠিন
“সিঙ্গুর” জানিনা ভবিষ্যৎ প্রজন্মের ,আসছে কোন সুদিন।