জগন্নাথ নয় তারাপীঠের রথে অধিষ্ঠাত্রী থাকেন ‘মা তারা’। রবিবার যথাযোগ্য মর্যাদায় মা তারাকে ওই রথে বসিয়ে ঘোরানো হল তারাপীঠে। এদিন বিকেল তিনটে নাগাদ মা তারাকে মন্দির থেকে বের করে রথে প্রতিষ্ঠা করা হয়। সাজানো হয় রাজবেশে। তারপরেই হাজার হাজার পুর্ণার্থী রথের দড়িতে টান দেন। তারা মাতা সেবাইত সংঘের সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, “রথ কবে থেকে শুরু হয়েছিল তার দিনক্ষণ এখন আর বলা সম্ভব নয়। তবে পূর্বপুরুষের সময় থেকে আজও মা তারাকে রথে বসিয়ে ঘোরানো হয়। সন্ধ্যা আরতির পর ফের মূল মন্দিরে নিয়ে আসা হয়। এবারও একইভাবে দিনটিকে পালন করা হচ্ছে”। এই ব্যতিক্রমী রথ থেকে ভক্তদের উদ্দেশে প্যাড়া, বাতাসা হরিলুট করা হয়। সেই প্রসাদ পেতে ভক্তদের মধ্যে হুটোপুটি পড়ে যায়। কারণ এই প্রসাদ গ্রহণ করলে পুনর্জন্ম হয় না বলে কথিত আছে। এই বিশ্বাসে এবারও হাজার হাজার ভক্ত ভিড় জমিয়েছিলেন তারাপীঠে।
[uam_ad id=”3726″]