Home » জেলার খবর » আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষার শুরু

আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষার শুরু

সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা৷ রাজ্যের ৩৭টি সাঁওতালি ভাষাভাষির স্কুলের ৮৩২ জন পড়ুয়া অলচিকি লিপিতে এ বারই প্রথম পরীক্ষা দিতে পারবে৷ মোট পরীক্ষার্থী ১১,০২,০৯৮ জন৷ তার মধ্যে ছাত্রী ৬ লক্ষ ২০ হাজার ৭০৩ জন এবং ছাত্র ৪ লক্ষ ৮১ হাজার ৩৯৫ জন৷ রাজ্যে রয়েছে ২,৮১৯টি পরীক্ষা কেন্দ্র। ছাত্রীর সংখ্যা গত বারের থেকে বেড়েছে প্রায় ২০ হাজার৷ নজরদারিতেও অভিনব ব্যবস্থা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ প্রশ্নপত্র ফাঁস আটকাতে৷ বেলা ১২টায় পরীক্ষা শুরু৷

১১টা ৫০-এ পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র তুলে দেওয়া হবে৷ ১১টা ৪০-এর আগে কোনও কেন্দ্রেই প্রশ্নপত্রের প্যাকেট খোলা যাবে না৷ আগেভাগে প্যাকেট খুললেই পর্ষদের সার্ভারে খবর চলে আসবে কোথায়, কে বা কারা সেই প্রশ্ন খুলেছেন৷ প্রতিটি প্রশ্ন পত্রের প্যাকেটেই লাগানো থাকবে চিপ। বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে৷ মাধ্যমিক পরীক্ষার্থীরা কোনও রকম বৈদ্যুতিক সরঞ্জাম (মোবাইল ফোন, ক্যালকুলেটর বা ইলেকট্রনিক্স গ্যাজেট) নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবে না৷ ঢুকলেই পরীক্ষা বাতিল করা হবে৷ পাশাপাশি, শিক্ষক-শিক্ষিকাদেরও মোবাইল ব্যবহার নিষিদ্ধ৷ প্রশ্নপত্রের প্যাকেট খোলার আগেই তাঁদের মোবাইল প্রধান শিক্ষকের কাছে আলমারি বা লকারে চাবি দিয়ে রাখতে হবে৷ কেবলমাত্র অফিসার-ইন-চার্জ, ভেন্যু সুপারভাইজার, অতিরিক্ত ভেন্যু সুপারভাইজার এবং সেন্টার ইন-চার্জরাই পর্ষদ ও জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষায় মোবাইল ব্যবহার করতে পারবেন৷
নিয়ম ভঙ্গ হলে সাসপেন্ড পর্যন্ত করা হতে পারে৷
রাজ্যের ২৩টি জেলার প্রতিটিতে স্পর্শকাতর কেন্দ্র আছে৷ সেখানে প্রয়োজনে ভিডিয়োগ্রাফি ও সিসিটিভির মাধ্যমে নজরদারির ব্যবস্থা করবে জেলা প্রশাসনও৷ কোনও কেন্দ্রে ভাঙচুর হলে সেখানে ছাত্রছাত্রীরা যে স্কুল থেকে পরীক্ষা দিতে এসেছিল, সেই স্কুলের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে৷ তবে পরীক্ষার্থী বাড়লেও পরীক্ষকের সংখ্যা কিন্তু এ বার কমেছে৷ তা সত্ত্বেও পর্ষদ সভাপতির আশ্বাস, সুষ্ঠ‌ু ভাবে উত্তরপত্র মূল্যায়নে কোনও পরীক্ষকের কাছেই ১৫০-র বেশি খাতা পাঠানো হবে না৷ প্রতিটি ভেন্যুতে মেডিক্যাল ইউনিটও থাকবে৷
পরিবহনের ক্ষেত্রে রাস্তায় নামানো উপযুক্ত পরিমাণ গাড়ির সংখ্যা। কোনো রকম জিজ্ঞাসাবাদের জন্য পরিবহন দপ্তরের সাথেও অভিভাবকেরা যোগাযোগ করতে পারেন।

আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। লিঙ্ক – http://www.youtube.com/c/BirbhumTheLandofRedSoil

Comments