Home » অন্যান্য » সৃজনী শিল্পের কিছু কথা

সৃজনী শিল্পের কিছু কথা

বোলপুর এর সৃজনী শিল্পগ্রাম হলো এমন একটি দর্শনীয় স্থান যেটা না দেখলে

আপনার বোলপুর ভ্রমন অপূর্ন থেকে যাবে।

পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের রাজ্য গুলির মানুষের জীবন যাত্রা , শিল্প সংস্কৃতির এক অপুর্ব সহাবস্থান হল সৃজনি শিল্পগ্রাম।এখানে পশ্চিমবংগ , সিকিম , বিহার , ঝাড়খন্ড , ওড়িশা এবং উত্তর পূর্ব ভারতের রাজ্য গুলির মানুষের জীবন ধারা খুব সুন্দর ভাবে তুলে ধরা আছে । এছাড়াও আছে আন্দামান ও নিকোবর দ্বীপ পুন্জের মানুষের জীবনগাঁথা।
লেখা ও ছবি :- Mousumi Dutta Majumder.

Comments