Home » কবিতা ও ছড়া » আবার বসন্তে

আবার বসন্তে

ভালোবাসা বেঁচে থাক
ফাগুন এর রং-এ
ভালোবাসা বেঁচে থাক
বসন্তের রং- এ
ভালোবাসা বেঁচে থাক
আবিরের গন্ধে
ভালোবাসা বেঁচে থাক
কবিগুরুর আশ্রম -এ,
ভালোবাসা বেঁচে থাক
মহুয়া আর মাদলের তালে
ভালোবাসা বেঁচে থাক
ছাতিম তলে।
ভালোবাসা বেঁচে থাক
পলাশ ফুলের পাপড়িতে
ভালোবাসা বেঁচে থাক
আগুন রঙা শাড়িতে।
ভালোবাসা বেঁচে থাক
চুমু আর আড়িতে
ভালোবাসা বেঁচে থাক
কুমোর পাড়ার গাড়ীতে।
ভালোবাসা বেঁচে থাক
আম্রমঞ্জরী র দলেে
ভালোবাসা বেঁচে থাক
আসছে বছর দোলে।
ভালোবাসা বেঁচে থাক
লাল মাটির পথে
ভালোবাসা বেঁচে থাক
শুকতারা দের রাতে।
-মীর গোলাম সাবীর আলী।

Comments