Home » জেলার খবর » সাপ সম্পর্কিত সচেতনতা শিবির

সাপ সম্পর্কিত সচেতনতা শিবির

সাপ সম্পর্কে মানুষের ভুল ধারনা বদলাতে বীরভূম বনদপ্তর এবং শিক্ষক ও সাপ বিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাস মহাশয়ের বিশেষ উদ্যোগ সাপ সম্পর্কিত সচেতনতামূলক কিছু শিবির গঠন করা। শহরাঞ্চলে সাপ সম্পর্কে মানুষ কিছুটা সচেতন হলেও গ্রামের মানুষের মধ্যে বেশ ভুল ধারনা বর্তমান। তারা সাপের কামড়ে হাসপাতাল না গিয়ে ছুটে যায় ওঝার কাছে, অহেতুক ভীতিই ডেকে আনে মৃত্যুর কারণ ইত্যাদি কত কি! আর এই সকল ভুল ধারনা দূর করতে এমন শিবিরের আয়োজন।

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments