Home » জেলার খবর » এয়ার হর্ন খোলাকে কেন্দ্র করে ঝামেলা, থমকে বীরভূমের একাংশ

এয়ার হর্ন খোলাকে কেন্দ্র করে ঝামেলা, থমকে বীরভূমের একাংশ

ঘটনার সূত্রপাত আজ সকাল ৯ টা নাগাদ। এয়ার হর্নের শব্দে কান ঝালাপালা থেকে মানুষকে রক্ষা করতে পথে নামে সিউড়ি পুলিশ। খুলে দেওয়া হয় বাসের এয়ার হর্ন। আর তারপরেই ঝামেলার সূত্রপাত। বাস চালক ও খালাসিরা জোড় পূর্বক সমস্ত বাসের যাত্রীদের নামিয়ে দেয়, শুরু হয় বাস আটকে অবরোধ। কোনো রকম সরকারি বা বেসরকারি কোনো বাসকেই কোনো রুটে যেতে দেওয়া হয় না। থমকে যায় জনজীবন। দুর্ভোগে পরে বাইরে থেকে আসা যাত্রীরা। সবথেকে বেশি দুর্ভোগে পরে অফিস যাত্রী বা স্কুলের শিক্ষক শিক্ষিকারা। নাজেহাল অবস্থায় আজ শিক্ষক দিবসের দিনে বহু শিক্ষক – শিক্ষিকাদের প্রাইভেট গাড়ি ভাড়া করে রওনা দিতে হয় গন্তব্যের দিকে।
রামপুরহাট জে. এল. বিদ্যাভবনের শিক্ষক কুন্তল মুখার্জী বলেন -‘ আমরা সিউড়ি থেকে প্রতিদিন স্কুলে বাসে করে যাতায়াত করি। বাসের এমন হঠকারিতায় বেশ অসুবিধায় পড়েছি। তাও আজ আবার শিক্ষক দিবস। স্কুলে রয়েছে বিশেষ অনুষ্ঠান। অন্যান্য দিনের মত যথা সময়ে বিদ্যালয়ে পৌঁছানো বেশ জরুরি। শেষ অবস্থার অবনতি দেখে গাড়ি ভাড়া করে আমরা কয়েকজন সহকর্মীসহ রওনা দিচ্ছি স্কুলের পথে।’
বাস চালকদের পক্ষ থেকে বলা হয় , হর্ন খুলে নিলে আমরা গাড়ি চালাবো কি করে? লোকে এমনিতেই রাস্তা ছাড়ে না। কোনো কিছু ঘটলেই বলে হর্ন বাজানো হয়নি কেন?
ঘন্টা দুয়েকের অবরোধের পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে বাস চালকেরা।
ভিডিও : প্রসেনজিৎ মালাকার
[uam_ad id=”3726″]

Comments