Home » কবিতা ও ছড়া » ধর্মঘট

ধর্মঘট

কাবু মণ্ডল
রাস্তায় নামুন, গর্জে উঠুন,
ধর্মঘটে হোন সামিল,
গরীব, খেটে খাওয়া মানুষ,
এক দিন খেয়ে থাকুক, হাওয়া বাতাস
বিছানায় বউকে নিয়ে, দরজায় দিক খিল।

ধর্মঘট, সে তো বেতন বাড়ানো সহ আরও নানান দাবি,
হায় রে দিনমজুর, কাজ না করলে ,
খাবার কোথায় পাবি?

সরকারের আছে পুলিশ, প্রশাসন,
চাকুরিজীবিরা যেন কর্মস্থলে হাজির থাকে,
প্রাণ ঝুঁকি নিয়ে বেরোতে হবে, ,ঝামেলায় কী আর পুলিশ নিজেকে রাখে।

ধর্মঘট নয় কোনও সমাধান, সে তো সমস্যা তৈরী করে,
পরিবারের সবাই থাকে চিন্তিত, ঘর থেকে যারা বেরিয়েছে, বাসে, ট্রেনে ,বাইকে চড়ে।

ধর্মঘট, শুধু দেখায় ক্ষমতার দাদাগিরি,
স্বতঃস্ফূর্ত ধর্মঘট, দেখান তো কোথাও?
যেখানে নেই মাস্তানি, গুণ্ডাগিরি।

ধর্মঘটের শ্রমিক নেতারা, পুঁজিবাদ নিয়ে দেয় মস্ত ভাষন,
মালিকের কাছে তারাই সহজলভ্য,
বিক্রি হচ্ছেন তারাই যখন, তখন।

ধর্মঘট নয় সমর্থনযোগ্য,থাকব না
তাতে শাসক বা বিরোধী দলের পাশে,
সবার যেন থাকে লক্ষ্য, দিনের শেষে অক্ষত হয়ে সুস্থ ভাবে বাড়ি ফিরে আসে।

Comments