Home » জেলার খবর » বাল্যবিবাহ রুখতে সচেতনতামূলক প্রচার

বাল্যবিবাহ রুখতে সচেতনতামূলক প্রচার


বোলপুর : বাল্যবিবাহ বর্তমানে গোটা ভারতবর্ষের একটি বড় সমস্যা। প্রতিনিয়তই বিভিন্ন গ্রাম বা শহরে বাল্যবিবাহের শিকার হচ্ছেন অগণিত বালিকারা। যার মধ্যে হয়তো মাত্র ১% শতাংশ প্রশাসনিক নজরে আসে বলে ধারণা। বিভিন্ন সময় সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে বাল্যবিবাহে বাধা আসার ইঙ্গিত পেয়ে বহু পিতা মাতা তাদের মেয়েদের বিয়ে দেন বিভিন্ন পীঠস্থান বা মন্দিরগুলিতে।
বীরভূমও এই বাল্যবিবাহ শতকরা হিসেবে কোনো অংশে কম নয়। সেবিষয়ে সচেতনতা আনতে এবার বিভিন্ন পিঠস্থানগুলিতে ফেস্টুন টাঙিয়ে প্রচার চালানো হল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী সংস্থা চাইল্ড লাইনের মাধ্যমে। পাশাপাশি পুরোহিতদেরও এবিষয়ে সচেতন থাকার কথা বলা হয়। বিয়ের সময় অবশ্যই মেয়েদের বয়সের যাচাই করে নেওয়ার কথা বলা হয়। বোলপুরের কংকালিতলা, লাভপুরের ফুল্লরাতলা ইত্যাদি বিভিন্ন স্থানে এরকম ফেস্টুন ও পুরোহিতদের সাথে আলোচনার মাধ্যমে প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংস্থা বাল্যবিবাহ রুখতে উদ্যোগী হল।
তথ্য সহায়তায় : আনন্দবাজার পত্রিকা

ছবি : নমিতা দাস

Comments