Home » জেলার খবর » চিনপাই উচ্চ বিদ্যালয়ে বনমহোৎসব

চিনপাই উচ্চ বিদ্যালয়ে বনমহোৎসব

সদাইপুর থানার অন্তর্গত চিনপাই গ্রামে চিনপাই উচ্চ বিদ্যালয়ের এন.এস.এস ইউনিট -এর উদ্যোগে আজ বিদ্যালয়ে এক বনমহোৎসবের আয়োজন করা হয়। সকাল সাড়ে দশটায় অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সূচনা করেন বিশিষ্ট বন আধিকারিক মদন গণ মহাশয় ।এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মানস চক্রবর্তী মহাশয় ,সমাজসেবী উজ্জ্বল রায় মহাশয় ,সদাইপুর থানার ওসি ,এবং স্কুল পরিচালন কমিটির সদস্যগণ । বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা প্রথমে পুষ্পস্তবকের মাধ্যমে উনাদের বরণ করেন ।এরপর বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্টিত হয় ।বিদ্যালয় প্রাঙ্গণে বিবিধ চারাগাছ রোপণ করা হয় এবং প্রধান শিক্ষক ও অনান্য শিক্ষকেরা পাঁচশো ছাত্র ছাত্রীর হাতে বৃক্ষের চারা তুলে দেন।এছাড়াও একইসাথে সেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় ।মোট পঞ্চাশজন ছাত্রছাত্রী রক্তদান করে।সবশেষে একটা আঁকার ওপর সেমিনার অনুষ্টিত হয় ।বিদ্যালয়ের এই উদ্যোগে খুশি ছাত্রছাত্রী ও অভিভাবকগণ ।তারাও এই উদ্যেগে সামিল হন । এই অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত । উলেখ্য, উক্ত বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতা ও বিদ্যালয়ে ভেষজ উদ্যান নির্মাণের জন্য এই বছর নির্মল বিদ্যালয় পুরস্কারে ভূষিত হয়েছে ।
ছবি ও তথ্যঃ গৌড় চক্রবর্তী
[uam_ad id=”3726″]

Comments