Home » রাজ্য » ফোনে কথা বলতে গিয়ে খালে বাস মুর্শিদাবাদে

ফোনে কথা বলতে গিয়ে খালে বাস মুর্শিদাবাদে

বাসটিকে এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি বলে খবর। তবে একজনের দেহ উদ্ধার করা গিয়েছে।

মুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা। রেষারেষি করতে গিয়ে খালে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। আর সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল দৌলতাবাদ। পুলিশের গাড়ি পুড়ল, গ্রামবাসীদের ক্ষোভ মাত্রা ছাড়াল।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

খালে নামানো হয়েছে নৌকা। চলছে তল্লাশিও।কিন্তু বাসটিকে উদ্ধার করা যায়নি। আর তাতেই গ্রামবাসীদের ক্ষোভের সীমা মাত্রা ছাড়ায়। কীভাবে হল এই মারাত্মক দুর্ঘটনা? প্রত্যক্ষদর্শীদের বক্তব্য,  দুর্ঘটনার ঠিক আগে বাস চালক ফোনে কথা বলতেই ব্যস্ত ছিলেন। আর তার পরিণতি হল ভয়াবহ।চালক নিয়ন্ত্রণ হারানোয় বাস পড়ে যায় খালে।

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments