Home » কবিতা ও ছড়া » জয় জয় বিশ্বকর্মা

জয় জয় বিশ্বকর্মা

সকলকেই জানাই বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা।

নিজের বাইক পুজো করালেন সবাই?
ঘুড়ি ওড়াবেন তো আজ?

নিজস্ব লেখা – কাবু মন্ডল

biswakarma

হে দেব বিশ্বকর্মা ,তোমার চরণে কোটি কোটি প্রনাম,
এই পৃথিবীর যা কিছু মহৎ সৃষ্টি, তাতে থাকে তোমার সুনাম।

তুমিই যন্ত্রের দেব, শ্রেষ্ঠ কারিগর,
যা কিছু ভারী শিল্প, অটোমোবাইল ,নির্মাণ শিল্প দাঁড়িয়ে আছে তোমার কৃপার উপর।

হাতুড়ির ঠুক ঠাক থেকে ইঞ্জিনের ঝন ঝন,
সারাদিন তোমার মহিমার জোরে কর্মে থাকে, এই পৃথিবীর অধিকাংশ মানুষজন।

কর্ম দিয়ে মানুষকে রেখেছো দুধে ভাতে,
তোমার আশীর্বাদে সাইকেল, বাইক,
ফোর হুইলারে সফরসঙ্গী হয় দিনেরাতে।

বিশ্বজুড়ে তোমার ইচ্ছায়, হচ্ছে অপরূপ সব নির্মাণ,
তোমার পুন্যদৃষ্টি থাকুক সবার উপর,নতমস্তকে করি তোমায় আহ্বান।

Comments