Home » জেলার খবর » সাধক বামদেবের জন্মদিবস পালন

সাধক বামদেবের জন্মদিবস পালন

মহাসমারোহে উদযাপিত হলো সাধক বামদেবের ১৮১ তম জন্মদিবস। এই উপলক্ষে বীরভূমের তারাপীঠ সংলগ্ন আটলা গ্রামে দিনভর চললো নানান অনুষ্ঠান। সকালে বামদেবের প্রতিকৃতি নিয়ে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বামদেবের জন্ম ভিটেয় চলে বিশেষ পুজো। দুপুরে কয়েক হাজার পুণ্যার্থীদের ভোগ খাওয়ানো হয়। মহানিশায় বিশ্বশান্তির উদ্দেশ্যে করা হয় বিশেষ হোম যজ্ঞ। বামদেব স্মৃতি রক্ষা সমিতি দিনভর নানান অনুষ্ঠানের আয়োজন করে।
ভিডিও ও তথ্যঃ প্রীতম দাস

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments