Home » কবিতা ও ছড়া » ছন্নছাড়া বিকেল

ছন্নছাড়া বিকেল

আমার নীলচে স্মৃতিগুলো আজ বড়োই হাতছানি দিচ্ছে রডোডেনড্রন গাছগুলোর পিছন থেকে…

ইনফিউশন থমকে গেছে…

বিকেলবেলায় গান শোনানোর ইচ্ছেটা আজ বড়োই জেগে উঠেছে…

হ্যালোজেন বৃষ্টির সাথে পাল্লা দিচ্ছে আমার ধূলো ঢাকা গিটার-টা

ছেঁড়া ঘুড়ি আর রঙ্গিন বল চোখের সামনে ভেসে উঠছে…

রাস্তার জলে ভাসানো ছোট্ট কাগজের নৌকা কি এবার নীলচে স্মৃতিগুলোর সাথে আমাকেও ভাসিয়ে নিয়ে যাবে অকূল দরিয়ায়?…
——-Debjyoti
[uam_ad id=”3726″]

Comments