Home » জেলার খবর » সোশ্যাল নেটওয়ার্কে আপনি কি শেয়ার করেছেন? সেটি কি সুরক্ষিত ? তা নিয়ে সচেতনতা প্রচার

সোশ্যাল নেটওয়ার্কে আপনি কি শেয়ার করেছেন? সেটি কি সুরক্ষিত ? তা নিয়ে সচেতনতা প্রচার

২৬ জুলাইঃ- সোশ্যাল নেট ওয়ার্কিং সাইকে বিভিন্ন বিদ্বেষ মুলক প্রচারের ফলে সমাজে রাজনৈতিক ও ধর্মীয় অসহিষ্ণুতা বাড়ছে। এই ধরনের প্রচার কারীরা ইচ্ছাকৃত ভাবে বা অনেক সময় অনেকের ভুল বশতই হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে বীরভুম জেলা পুলিশ সাধারন মানুষকে সচেতন করতে উদ্যোগী হয়েছে। হ্যান্ডবিল সহ বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার সম্পর্কে সচেতন করার কর্মসুচী গ্রহণ করা হচ্ছে।
দিনের পর দিন বেড়েই চলছে ইন্টারনেট ব্যবহার বেড়েই চলছে আমাদের দেশে। আর বাড়ছে সাইবার ক্রাইমের সংখ্যাও। গোটা রাজ্যের সঙ্গে বাদ যায়নি আমাদের বীরভূম জেলা। সম্প্রতি বাদুরিয়াতে ও তার আগে ইলামবাজারে ধর্মীয় বিদ্বেষ মুলক পোষ্ট ছড়ানো হয়েছিল ফেসবুকে। তারফল স্বরূপ বিশাল অশান্তির বাতাবরণ হয়েছে ওই এলাকা গুলিতে। রাজনৈতিক নেতা নেত্রীদের নামে অশ্লীল পোষ্ট করা হচ্ছে। এই ধরনের কাজ থেকে বিরত থাকতে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের সচেতনতা করতে উদ্যোগী হল জেলা পুলিশ। এই মর্মে তারা একটি হ্যান্ড বিল প্রকাশ করেছে। সেখানে সোশ্যাল মিডিয়া ব্যবহারে কিকি সতর্কতা অবলম্বন করতে হবে তা জানানো হয়েছে। বীরভুম জেলার সমস্ত থানার মাধ্যমে সেই হ্যান্ড বিল সাধারন মানুষের মাধ্যমে বিলি করা হবে এবং এই সচেতনতা মুলক প্রচার সোশ্যাল মিডিয়াতেও করা হবে। বীরভুম জেলা পুলিশ সুপার সুধীর কুমার নীল কান্তম বলেন, সাইবার ক্রাইম বন্ধ করতে আমরা সাধারন মানুষকে আমরা সচেতন করতে উদ্যোগ নিয়েছি। এই জন্য জেলা পুলিশের একটি হেল্পলাইন ফোন নাম্বার চালু করা হয়েছে। কেউ সমস্যায় পড়লে ওই নাম্বারে যোগাযোগ করলে তাকে সহায়তা করা হবে।
তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]

Comments