Home » কবিতা ও ছড়া » দল বদল

দল বদল

আজ আপনি মোহনবাগান,
আগামীতে ইস্টবেঙ্গল
সুযোগ সুবিধায় না পোষালে,
খেলোয়াড় করে দলবদল।

রাজনীতিতে দলবদল,
যেন পান্তা ভাতে মুড়ি
চোখের সামনে দেখতে পাবেন,
উদাহরণ ভুরি ভুরি।

কোথায় এখন আদর্শ?
আর কোথায় সাম্যবাদ?
অন্ন, বস্ত্র বাসস্থান চাই আগে
কোনো কিছুই নয় এখন অপরাধ।

ক্ষমতার জোরে সব ভুলই ঠিক,
দিনকে করছি রাত
উন্নয়নই নাকি সব কথা বলে,
ক্যায়া বাত, ক্যায়া বাত।

চোখের ভাষা সবার আলাদা,
মনে মনে চোরা বালি
মিথ্যা ভাষণে ভিড় এখন বেশি,
পড়ে জোরে জোরে হাততালি।

বিষ্ণু মন্ডল

Comments