Home » জেলার খবর » ছাত্র অপহরণ করতে গিয়ে হাতেনাতে ধৃত অপহরণকারী

ছাত্র অপহরণ করতে গিয়ে হাতেনাতে ধৃত অপহরণকারী

দুবরাজপুর : বাবা ডাকছে’ এই বলে এক স্কুল ছাত্রকে অপহরণ করার সময় পুলিশের হাতে ধড়া পড়ল অপহরণকারী। উদ্ধার করা হয়েছে সেই ছাত্রটিকে।

সোমবার দুবরাজপুর থানার সারদা বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির ছাত্র দীপ ধরকে নিয়ে ঘটনার সূত্রপাত। সে পাশেই হোস্টেলে থাকে। সে স্কুলেও আসে ওইদিন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আইসক্রিম খাবার নাম করে সে স্কুলের বাইরে বেরিয়ে যায়। দীর্ঘক্ষণ স্কুলে না ফেরায় স্কুল কর্তৃপক্ষ খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় নি। এরপরই ছাত্রটির  বাড়িতে খবর দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, এক অপরিচিত ব্যক্তি ছাত্রটিকে ভুল বুঝিয়ে প্রথমে দুবরাজপুর স্টেশনে নিয়ে যায় এবং ট্রেনে চেপে তাকে সিউড়ি নিয়ে আসে । সিউড়ি স্টেশনে কিছুক্ষণ বসে থাকার পর বিকাল চারটে নাগাদ অণ্ডাল গামী একটি ট্রেনে চাপে তারা। ইতিমধ্যেই ছাত্রটিকে খুঁজতে শুরু করে স্কুল কর্তৃপক্ষ। হঠাৎই স্কুলের একজন অণ্ডাল–সাঁইথিয়া ট্রেনের তিন নম্বর কামরায় ছাত্রটিকে বসে থাকতে দেখে। পুলিশকে খবর দিলে পাঁচডা স্টেশনে ছাত্রটি ও ঈশ্বর গুপ্ত নামে এক মধ্যবয়স্ক ব্যক্তিকে ট্রেন থেকে নামানো হয়। ওই সন্দেহজনক ব্যাক্তিকে পুলিশ গ্রেফতার করে। কিন্তু কি কারণে ওই ব্যক্তি ছাত্রটিকে নিয়ে যাচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।
ছবি ও তথ্যঃ প্রহ্লাদ সাহা

Comments