Home » জেলার খবর » সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় চিকিৎসকের ওপর চড়াও

সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় চিকিৎসকের ওপর চড়াও

সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় চিকিৎসকের ওপর চড়াও। বেধড়ক মারধর চিকিৎসককে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি চিকিৎসক। ঘটনাস্থল বীরভূমের পাড়ুঁই থানার সাত্তোর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। শারীরিক ও মানসিক অবস্থা সংকটজনক ঐ চিকিৎসকের। নিরাপত্তা অভাবের কারনে আর চাকরিই করতে চাননা তিনি। কার্যত সংবাদ ক্যামেেরার সামনে ভেঙে পড়েন তিনি। অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। বোলপুর থানায় অভিযোগ দায়ের। তদন্তে বোলপুর থানার পুলিশ।
আহত চিকিৎসক এর নাম ডাঃ রঞ্জিত বিশ্বাস। বাড়ী উঃ চব্বিশপরগনা জেলায়।।
ছবি ও তথ্যঃ আবির ইসলাম

[uam_ad id=”3726″]

Comments