Home » জেলার খবর » বীরভূমে প্রথম পানীয় জলের এটিএম

বীরভূমে প্রথম পানীয় জলের এটিএম

যদিও সরকারি অফিস, তবুও জেলায় এরকম প্রথম কোনো পানীয় জলের এটিএম। হ্যাঁ এটি এখন দেখা যাবে ও এটিএমের মাধ্যমে পানীয় জল পাওয়া যাবে বীরভূমের রামপুরহাট মহকুমা শাসক দপ্তরে। সরাসরি নগদ অথবা ডেবিট কার্ডের ব্যবহারে যে কেউ পেতে পারেন নামি কোম্পানির পানীয় জল। খুচরো নিয়েও সমস্যা নেই, বেশি টাকার নোট দিলেও নিজে থেকেই ফেরত আসবে দাম বাদে বাকি টাকা। শনিবার থেকে শুরু হল এমনই একটি পানীয় জলের এটিএমের। হাফ লিটার ও লিটার দুরকম জলই পাওয়া যাবে এই এটিএমে। অফিসে এসে জলের পিপাসা থেকে এবার হয়তো মিলবে রেহাই, আর সে ভেবেই রামপুরহাটবাসীদের মুখে বেজায় হাসি। উদ্বোধক ছিলেন রাজ্যের কৃষি দপ্তরের মন্ত্রী আশিষ বন্দ্যোপাধ্যায়।
ভিডিও ও তথ্যঃ প্রীতম দাস, রামপুরহাট

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments