Home » জেলার খবর » বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রের উপর শারীরিক নিগ্রহ

বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রের উপর শারীরিক নিগ্রহ


বোলপুর : ICSC বোর্ডের এক ইংলিশ মিডিয়াম স্কুলের ঘটনা। আন্ডার কেজির ছাত্রের উপর শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল শিক্ষিকা এবং অধ্যক্ষের বিরুদ্ধে, এই মর্মে বোলপুর থানায় অভিযোগও দায়ের হয়েছে।
ওই ছাত্রের বাবা তথা রাজ্য বিদ্যুৎ পর্ষদ নিগমের কর্মী আহমদপুরের বাসিন্দা দিব্যেন্দু হাজরা জানান, চলতি বছরের গত ১৫ মার্চ বোলপুরে সেন্ট টেরেসা স্কুলে তাঁদের ছেলেকে আন্ডার কেজি বিভাগে ভর্তি করেন। বিগত তিন দিন ধরে ছাত্রের উপর শারীরিক নিগ্রহ করা হচ্ছে। ভোর সাড়ে চারটেয় ওঠার জন্য ক্লাসের মধ্যে ঘুমিয়ে পড়ে ওই ছাত্রটি। হাতের লেখা লিখতে পারেনি। সেই অভিযোগে ক্লাস শিক্ষিকা সীমা ম্যাডাম তাঁর ছেলেকে চড় মারেন, টানা দাঁড় করিয়ে রাখেন বলে অভিযোগ। টিফিন খেতে এবং টয়লেট করতেও দেওয়া হয়নি বলে অভিযোগ।
তথ্যঃ সহায়তায় : eenadu india

Comments