Home » কবিতা ও ছড়া » ফিরে আসা

ফিরে আসা

সকাল থেকেই বুক দুরু -দুরু,
পুজোর ছুটি শেষ, এবার ছোটা শুরু,

জলের বোতল, ব্যাগ, টিফিন ছাতা ভরো ব্যাগে,
ভাতঘুম ভুলে গিয়ে, এবার থাক দুপুর জেগে।

গড়িয়ে নেওয়ার আলসেমির মরচে, পড়ুক এবার ঝরে,
বিদ্যালয়গুলিতে প্রাণ প্রতিষ্ঠিত হোক নতুন করে।

হরেকরকম কাটল দিনগুলি ছুটির,
কেউ পাহাড়, কেউ মরুভূমি, কেউ বা সমুদ্র তীর।

কারো ছিল গ্রামের বাড়ির মাটির স্বাদ নেওয়া,
আত্মীয়স্বজন,পুরানো বন্ধুদের একটু সময় দেওয়া।

আবার সেই হন্তদন্ত হয়ে,বাসে ট্রেনে চাপা,
বিদ্যালয়ের সেই পরিচিত কোলাহল, ছাত্র ছাত্রীদের বুদ্ধি মাপা।

অফ পিরিয়ডে বসে থেকে পেপারে চোখ দেওয়া।
অন্য কারো অনুপস্থিতিতে এক্সট্রা ক্লাস নেওয়া।

ছুটির ঘন্টা বাজলে পরে, ঘরে ফেরার তাড়া,
আবার শালা সেই’ মাষ্টার’,শ্রেণি শত্রু যারা।

কাবু মন্ডল

Comments