Home » জেলার খবর » অস্ত্রের বদলে জাতীয় পতাকা নিয়ে হনুমান জয়ন্তী

অস্ত্রের বদলে জাতীয় পতাকা নিয়ে হনুমান জয়ন্তী

সাম্প্রতিক মুহুর্তে এ এক বড় ছবি সেবিষয়ে কোনো সন্দেহই রাখে না। কি এমন ছবি!
অস্ত্র নিয়ে মিছিল নিয়ে যখন গোটা রাজ্য তথা দেশ উত্তাল তখন বীরভূমের রামপুরহাটের নারায়নপুর গ্রাম বা গ্রামবাসীরা যা করে দেখালেন তা মনে রাখার মতোই।
এলাকায় আজ হনুমান জয়ন্তী উপলক্ষ্যে মস্ত বড় মিছিল বা ধর্মীয় সমাবেশ হয়, লোক সংখ্যা ছিল অবশ্যই চোখে পড়ার মত, কিন্তু শোভাযাত্রায় কারোর হাতেই ছিল না কোনো রকম অস্ত্র। বদলে ছিল জাতীয় পতাকা ও ধর্মীয় পতাকা।
রামপুরহাট মহকুমার পুলিশ আধিকারিক মিতুন কুমার দে’র ভূমিকা এবিষয়ে অবশ্যই প্রশংসনিয়। শান্তিপূর্ণ ভাবে এই শোভাযাত্রা করানোর উদ্দেশ্যে তিনি সকাল থেকেই পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করে এলাকা শান্ত রাখেন।
গ্রামবাসীদের সচেতনতা এবং প্রশাসনিক সহযোগিতায় একেবারে শান্তিপূর্ণ শোভাযাত্রার মাধ্যমেই পালিত হল হনুমান জয়ন্তী।

Comments