Home » জেলার খবর » ইঞ্জেকশনের ভয়ে হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা রোগীর

ইঞ্জেকশনের ভয়ে হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা রোগীর

বোলপুর, ১২ সেপ্টেম্বর : সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে এক রোগীর আত্মহত্যার ঘটনা ঘটল বোলপুরে। মৃত ব্যক্তির নাম বিশু টুডু (৩৯)। বাড়ি শান্তিনিকেতন থানার বনডাঙা গ্রামে। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর আত্মীয়রা। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

গতপরশু অতিরিক্ত মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন বিশু টুডু। পরিবারের লোকজন তাঁকে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে ওঠেন তিনি।গতকাল দুপুর ৩টে নাগাদ চিকিৎসকের নির্দেশ মতো কর্তব্যরত এক নার্স রোগীর আত্মীয়-পরিজনের সামনে ইনজেকশন দিতে যান। তবে, ইনজেকশন নিতে অস্বীকার করে বিশু। আত্মীয়রা বুঝিয়েও রাজি করাতে না পারায় বেঁধে ইনজেকশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তখনই হাত ছাড়িয়ে তিন তলা থেকে ছুটে বেরিয়ে যান বিশু টুডু। এরপর কয়েকজন হাসপাতাল কর্মীকে মারধর করে তৃতীয় তলার শেষ প্রান্তে এমারজেন্সি এগজ়িট গেট থেকে ঝাঁপ দেন। ওই উচ্চতা থেকে নিচে পড়ে তাঁর বুকে আঘাত লাগে। ঘটনাস্থানেই মারা যান তিনি।

এরপরই সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। কারণ, নিয়মমাফিক প্রতিটি ফ্লোরের এমারজেন্সি এগজ়িট গেটে দু’জন নিরাপত্তারক্ষীর থাকার কথা। ওই গেট দিয়ে সাধারণত কোনও রোগী মারা গেলে তার দেহ নামানো হয়। সেক্ষেত্রে নিরাপত্তারক্ষী না থাকলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায়। যদিও, রোগীর আত্মীয়র তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে মৃতের আত্মীয় মহিম টুডু সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, কোনও নিরাপত্তাকর্মী থাকলে এই ঘটনা ঘটত না। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Comments