Home » ছাত্রবন্ধু » জগন্নাথের লড়াই এর কথা

জগন্নাথের লড়াই এর কথা

২০১৬ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরিক্ষার ফলাফল প্রকাশ পেতেই বীরভূম জেলার বহু কৃতি ও মেধাবী ছাত্রছাত্রীর পরিচয় আমরা পেয়েছি।

image

কিন্তু সিউড়ী হাটজান বাজার (১৮ নং ওয়ার্ড )এলাকার জগন্নাথ মাহারা সেই তালিকায় এক উজ্জ্বল নক্ষত্র।
জগন্নাথ এই বছর বীরভূম জেলা স্কুল থেকে কলা বিভাগে ২৪৩ নাম্বার পেয়ে উচ্চমাধ্যমিক পাশ করেছে। আপাত সাধারণ এই তথ্যে কোনো চমক না থাকলেও আসল চমক জগন্নাথ নিজেই। কারন জন্ম থেকেই তার দুটি হাত নেই।

image

পায়ের সাহায্যেই দৈনন্দিন সব কাজ করার পাশাপাশি পায়ে লিখেই পড়াশুনা চালিয়ে গেছে সে। জগন্নাথ শুধু শারীরিক প্রতিবন্ধকতাকেই জয় করেনি, জয় করেছে সামাজিক ও অর্থনৈতিক বাধাকেও। তার বাবা,  যিনি বেসরকারি নৈশপ্রহরী ছিলেন, তিনি অকাল প্রয়াত। মা পরিচারিকার কাজ করেন। বড় দাদা ইলেক্ট্রিক মিস্ত্রি এবং ছোটো দুটি ভাই অর্থাভাবে পড়াশুনা করতে পারেনি।
কোনো গৃহশিক্ষক না থাকলেও স্কুলের মাষ্টারমশাইরা প্রচুর সাহায্য করেছেন বলে জানিয়েছে জগন্নাথ। এখন সে বাংলা অনার্স নিয়ে সিউড়ী বিদ্যাসাগর কলেজে ভর্তি হতে চায় এবং ভবিষ্যতে একজন শিক্ষক হয়ে সমাজে এক দৃষ্টান্ত স্থাপন করতে চায়।

image

জগন্নাথের এই স্বপ্নকে সার্থক করার ও তার এই লড়াই এ পাশে থাকার দায়িত্ব আমাদের সকলের। আসুন এগিয়ে আসি।

image

যোগাযোগ করতে চাইলে এই নাম্বারগুলিতে যোগাযোগ করুন।
7467986872(জগন্নাথ )
9735803030(আমাদের)।

Comments