Home » জেলার খবর » জেলায় বিভিন্ন ষ্টেশনে দীর্ঘক্ষণ আটকে দূরপাল্লার ট্রেন

জেলায় বিভিন্ন ষ্টেশনে দীর্ঘক্ষণ আটকে দূরপাল্লার ট্রেন

উত্তরবঙ্গে বিভিন্ন নদীর জল বিপদ সীমার উপরে বইছে, এমন অবস্থায় বিপত্তির মুখে ট্রেন পরিষেবা। জেলার বিভিন্ন ষ্টেশনে দীর্ঘক্ষণ ধরে আটকে রয়েছে বিভিন্ন দূরপাল্লার ট্রেন। ঘন্টার পর ঘন্টা মুরারই ষ্টেশনে দাঁড়িয়ে আছে আপ দার্জিলিং এক্সপ্রেস, সাঁইথিয়া ষ্টেশনে বিবেক ডিব্রুগড় এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেসকে বাতিল করে স্পেশাল শিয়ালদহ প্যাসেঞ্জার নাম দিয়ে ফেরানো হচ্ছে শিয়ালদার দিকে।
শেষ খবর পাওয়া অব্দি জানা যাচ্ছে এই মাত্র মুরারই থেকেও দার্জিলিং এক্সপ্রেস রওনা দিয়েছে।

এমন অবস্থায় যাত্রীদের মধ্যেও ক্ষোভ দেয়। পরিষেবা না পেয়ে যাত্রীরা তীব্র বিক্ষোভ দেখান। অভিযোগ পানীয় জল, খাবার সমেত পরিষেবা তাঁরা পাননি।
ভিডিও ও তথ্যঃ প্রহ্লাদ সাহা
[uam_ad id=”3726″]

Comments