ঝোঁক

কাগজের প্রতি ভাঁজে
ইতিহাস কথা বলে..
বুকের মাঝে চেয়ে থাকা অশ্লীলতা!!!
বুক চিঁড়ে বের করে ;
বিলাসিতার শব্দ…
যে গীটার সুর দিতো প্রানের ;
আজ সে রক্তাক্ত গহ্বরে
সোঁদা স্রাবের প্রলেপ মাখে..
চার পা যখন আপোষ মানে না ,
নিজেদের আষ্টে-পৃষ্ঠে বাঁধতে !!
ফেলে দেওয়া ছেঁড়া কাপড়
সাক্ষী হয়ে থাকে..
গলির মাঝে লুকিয়ে রাখে গোপনতা..!!
সাদা কার্পেটে যখন –
লাল ভালবাসা..
নেশার ঘোর বাঁধ মানেনা-
শরীরের…!!

– প্রশান্ত রায়

Comments