Home » জেলার খবর » আদি প্রথা বন্ধ হতে চলেছে তারাপীঠে

আদি প্রথা বন্ধ হতে চলেছে তারাপীঠে

তারা মায়ের পুণ্যস্নান, যা দেখতে পেত ভোরে আসা দর্শনার্থীরা। কিন্তু সেই প্রথা দেখার অনুমতি এতদিন থাকলেও তা বন্ধ হয়ে যাচ্ছে আগামী ১৫ই জানুয়ারি থেকে। একেবারে সাংবাদিক বৈঠক করে একথার ঘোষণা করা গত ১৩ই জানুয়ারি।আর এই প্রথা বন্ধ করার কারন হিসাবে সাংবাদিক বৈঠকে তারাপীঠ মন্দির কমিটির  সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান , প্রতিদিন ভোর সাড়ে পাঁচটা থেকে প্রায় দু’ঘন্টার বেশি সময় লেগে যেত এই স্নান পর্বের জন্য।ফলে অন্যান্য দর্শনার্থীদের মা তারা-র দর্শন করতে দেরি হয়ে যেত।তাই এই সিদ্ধান্ত।
তারাপীঠের মন্দিরে দীর্ঘদিন ধরে রেওয়াজ হয়ে আসছে প্রতিদিন  ভোরে মা তারা-র  স্নান দর্শনার্থীরা দেখতে আসতেন,তার পাশাপাশি অনেক দর্শনার্থী নিজের হাতে স্নান করাতেন,সেই সমস্ত কিছু একেবারের জন্য বন্ধ হতে চলেছে।
আগামী সোমবার থেকে এই নতুন প্রথা কার্যকর হবে।

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments