Home » জেলার খবর » কৃষি যন্ত্রপাতি শিবির

কৃষি যন্ত্রপাতি শিবির

বীরভূম ১৫ জুনঃ- কৃষি যন্ত্রপাতি শিবির করে সরাসরি চাষিদের হাতে তুলে দেওয়া হবে। জানালেন বীরভুম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। সরকারের ভর্তুকিতে দেওয়া ওই কৃষি যন্ত্রপাতি যাতে চাষিদের কাজে লাগে তার জন্য এই ব্যবস্থা গ্রহণ বলে জানা গিয়েছে। পাশাপাশি ব্যাঙ্কের কৃষকদের অসহযোগিতার কারনে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য ঋণ ঠিক মতো পাচ্ছেন না। সে সমস্ত বাঁধা দূর করতে বৃহস্পতিবার জেলা পরিষদের বৈঠক করা হল। উপস্থিত ছিলেন ব্যাংক ও কৃষি দফতরের আধিকারিকেরা। জেলা পরিষদ সুত্রে জানা গিয়েছে বর্তমান বছরে ৪০৮৩ টি কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে দেওয়া হবে। সেগুলি হল ট্রাক্টার, পাওয়ার টিলার, সেচের পাম্পসেট,কিটনাশক দেওয়া মেশিন, ধান ঝারায় মেশিন সহ অন্যান্য অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি। এখনো পর্যন্ত ৩২১ জন কৃষক কৃষি যন্ত্রপাতি পেয়েছে। বাকি গুলি জেলা জুড়ে ব্লকে ব্লকে শিবির করে চাষিদের হাতে তুলে দেওয়া হবে। অনেক ক্ষেত্রে চাষিরা এই যন্ত্রপাতি না নিয়ে তা বিক্রি করে দেয় বলে অভিযোগ উঠছে। চাষিরা যাতে এই অত্যাধুনিক সরকারী ভর্তুকি যুক্ত কৃষি যন্ত্রপাতি গুলি ব্যবহার করে তার জন্য ব্লকে শিবির করে দেওয়া হবে। এই যন্ত্রপাতি গুলি ব্যাঙ্কের ঋণ এর মাধ্যমে ৫০শতাংশ পর্জন্ত ভর্তুকি দিয়ে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে ব্যাঙ্কের অসহযোগিতায় চাষিরা ওই ভর্তুকি যুক্ত যন্ত্রপাতি ক্রয় করতে পারেনা বলে অভিজোগও উঠে আসেছে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী বলেন, চাষিরা যাতে বাড়ি নিয়ে গিয়ে কৃষি যন্ত্রপাতি ব্যবহার করেন কৃষিকাজে তার জন্য আমরা শিবির করে সেই যন্ত্রপাতি তুলে দেবো। এই যন্ত্রপাতি ব্যাঙ্কের ঋণের মাধ্যমে ক্রয় করতে পারে এবং ঋণ পাওয়াতে কোন সমস্যার সৃষ্টি না হয় তার জন্য বিভিন্ন ব্যাংক আধিকারিকদের সাথে কথা বলা হয়েছে। তারা সাহায্যের আশ্বাস দিয়েছেন। আমরা চায় চাষিদের কে রাজ্য সরকার যে সহায়তা করার লক্ষ নিয়েছে তার সুফল চাষিরা যেন পায়।
ছবি ও তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]

Comments