Home » কবিতা ও ছড়া » কোথায় শিক্ষা ?

কোথায় শিক্ষা ?

-সুমনা দত্ত ।
মুক্ত চিন্তা নেই ।
ভাবনাটাও হয়ে গেছে আবছা।
উসকে দেওয়া প্রদীপের আলো
এখন নিভু নিভু ।
-যদি বলি শিক্ষার আলো
মিথ্যে হবে কী?
কোথায় শিক্ষা?
শুধু তো ব্যাগের বোঝা ।
ঝুঁকে যাওয়া কাঁধে,অসহ্য যন্ত্রণা-
বেঁকে গেছে অশিক্ষার অন্ধকারে
সমাজের মেরুদন্ড ।
তবু শিক্ষা জীবিত-শব্দ হয়ে
নাকি নিজেকে নিছক প্রতিষ্ঠা করা।
কোনটা শিক্ষা?অজানা হয়ে গেছে!
ঘটা করে শিক্ষক দিবস পালন হয়।
স্কুলে কলেজে অথবা গৃহশিক্ষক নিয়ে।
অথচ শিক্ষকেরা সম্মানিত নয়-একবিংশ শতাব্দীর সমাজের কাছে।
তাঁদের মূল্যও নির্ধারণ হয়,
কখনো উঠতি বয়সের চোখে
শরীরের ভাঁজ মেপে,
বা কখনো ছাত্ররোষের মুখে ।

Comments